সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সড়কে গেল ৯ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়কে গেল ৯ প্রাণ

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নাটোরে ট্রাকচপায় স্ত্রী-সন্তানসহ ব্যবসায়ী এবং নারায়ণগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে নিহত হয়েছেন চার আরোহী। এছাড়া বগুড়া ও লালমনিরহাটে মারা গেছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির খবর-

নাটোর : বাগাতিপাড়ায় বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী-সন্তানসহ এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজার এলাকার ব্যবসায়ী খালেদ হোসেন রব (৩৩), তার স্ত্রী সোনিয়া বেগম (২৬) ও একমাত্র ছেলে তাসফি (৭)। বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া-জামনগর সড়কের বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজ এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, বাগাতিপাড়া এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন খালেদ। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে বস্তল এলাকায় গতকাল ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- শহিদুল্লাহ (৪০), রাজু (৩৪), রিপন (৩০?) ও মোমেন (৩৫)। তারা সবাই আড়াইহাজার উপজেলার বড় ফাউসা ও মারয়াদী গ্রামের বাসিন্দা। কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, প্রাইভেট কারটি ঢাকা থেকে আড়াইহাজারের দিকে যাচ্ছিল। বস্তল এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আরোহী। বগুড়া : শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় নৈশপ্রহরী আফসার আলী প্রামাণিক (৬৫) নিহত হয়েছেন। তিনি কুন্দইশ গ্রামের গ্যান্দা প্রমাণিকের ছেলে। শনিবার দিবাগত রাতে দায়িত্ব পালনরত অবস্থায় মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। লালমনিরহাট : রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মোস্তফীরহাট এলাকায় শনিবার রাতে ট্রাকের ধাক্কায় অটোবাইক চালক নিহত হয়েছেন।  নিহত আব্দুল খালেকের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর