শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত গাছটি কেটে ফেলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত গাছটি কেটে ফেলা হচ্ছে

গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শতবর্ষী বট গাছটি কেটে ফেলা হচ্ছে। বৃহস্পতিবার সকালে গাছটি কাটা শুরু হলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তারা ইতিহাসের সাক্ষী ওই গাছটি না কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ২৫ এপ্রিল গৌরনদীর সাউদের খালপাড় এলাকার ওই বট গাছের নিচে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক হানাদার বাহিনীর সম্মুখযুদ্ধ হয়। এতে শহীদ হন সৈয়দ হাসেম আলী, পরিমল মন্ডল, আলাউদ্দিন ওরফে আলা বক্স ও মোক্তার হোসেন। মুক্তিযোদ্ধাদের গুলিতে মারা যায় আট পাক সেনা। এটাই ছিল বরিশালে স্থলপথে প্রথম যুদ্ধ এবং এরাই বরিশাল জেলার প্রথম শহীদ মুক্তিযোদ্ধা। সেই থেকে প্রতি বছর ২৫ এপ্রিল হানাদার প্রতিরোধ দিবস উপলক্ষে ওই বট গাছের নিচে নানা অনুষ্ঠান করে আসছেন মুক্তিযোদ্ধারা। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আলী আশরাফ জানান, তারা অন্য গাছের সঙ্গে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে দরপত্রের মাধ্যমে এ বট গাছটিও কাটার কার্যাদেশ পেয়েছেন। সওজ বিভাগের দাবি, বরিশাল-ঢাকা মহাসড়ক প্রশস্ত করার জন্য দুই পাশের গাছ কাটা প্রয়োজন।

সর্বশেষ খবর