রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে জখম

তিন শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উত্ত্যক্তের প্রতিবাদ করায় সদর উপজেলার সিংহেরকাঠী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র জেহাদকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন করেছে। স্কুলের সামনের সড়কে শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল এ মানববন্ধন করেন। আহত জেহাদ শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন। ওই ঘটনায় জড়িত অভিযোগে টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কাররা হল- দশম শ্রেণির ইমরান, আলামিন ও জাহিদুল।

মেট্রোপলিটনের বন্দর থানা সূত্র জানায়, শুক্রবার মামলার প্রধান আসামি ইমরানকে নিয়ে অভিযান চালিয়ে তার স্বীকারোক্তি অনুযায়ী হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। একই সময় এই মামলার অপর আসামি বাহাউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। বন্দর থানার ওসি জানান, হামলা মামলায় এ পর্যন্ত গ্রেফতার হওয়া চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার নরকাঠী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে সিংহেরকাঠী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে কটূক্তি করে বখাটেরা। এতে জেহাদ বাধা দিলে তার সঙ্গে বাগ্‌বিতন্ডার একপর্যায়ে বখাটেদের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে জেহাদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

 

সর্বশেষ খবর