রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিশ্বনাথে বিরল রোগে আক্রান্ত তরুণী

বিশ্বনাথ প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে বিরল রোগে আক্রান্ত হয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন বেদানা বেগম (২৫) নামে এক তরুণী। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের বড়তলা গ্রামের দিনমজুর জমির আলীর মেয়ে।

পারিবারিক সূত্র জানায়, ছোট বেলোয় বাম হাতে একটি কালচে জট ছিল বেদানার। প্রায় ছয় মাস আগে সেটি বড় আকার ধারণ করে। তারপর ফুলে গিয়ে তৈরি হয় বিশাল মাংসপিন্ড। এ থেকে এখন প্রায়ই রক্তক্ষরণ হচ্ছে।

আছে অসহ্য যন্ত্রণা। জমির আলী জানান, ‘অভাবের সংসার হওয়ায় অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতো বেদানা। বাম হাতের এই অবস্থার কারণে সে এখন আর কাজ করতে পারে না। একই কারণে তাকে বিয়ে দেওয়াও সম্ভব হচ্ছে না। জমির বলেন, ‘বেদানাকে নিয়ে ডাক্তারের কাছে গেলে তারা জানান, এ চিকিৎসার জন্যে ৫-৬ লাখ টাকা প্রয়োজন। এতো টাকা কোথায় পাব?’ অসহায় পিতা জমির আলী মেয়ের চিকিৎসায় সহায়তার জন্য বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।

সর্বশেষ খবর