রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘পাহাড়ে শিক্ষার মান বাড়লে বাড়বে শিক্ষার্থী’

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ের বিদ্যালয়গুলোতে শিক্ষার মান বাড়লেই, শিক্ষার্থী বাড়বে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য  মুছা মাতব্বর। তিনি বলেন, ‘শিক্ষার মান বাড়াতে হলে প্রয়োজন দক্ষ শিক্ষক। বর্তমান সরকারও পার্বত্যাঞ্চলে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি করতে নানা পদক্ষেপ নিয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাতৃভাষায় পড়ার সুযোগ করে দিয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে পার্বত্যাঞ্চলের শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি করতে হবে। সচেতন করতে হবে অভিভাবকদেরও’। রাঙামাটি শাহ উচ্চ বিদ্যালয়ের মিলানায়তনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তৃতা করছিলেন মুছা. মাতব্বর। রাঙামাটি শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাসির উদ্দিন তালুকদার, আরিফুল রহমান, শামীম আরা বেগম, সুবর্ণা দে, ঝর্ণা আক্তার।

সর্বশেষ খবর