বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক মাস পর বাড়ি ফিরল দেড় শতাধিক পরিবার

বাঞ্ছারামপুর প্রতিনিধি

আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে বাঞ্ছারামপুর উপজেলার শান্তিপুর গ্রামের বাড়িছাড়া দেড় শতাধিক পরিবার এক মাস পর গতকাল নিজ নিজ বাড়ি ফিরেছে। এ উপলক্ষে গতকাল সকালে পুলিশ প্রশাসনের উদ্যোগে শান্তিপুর গ্রামের বিবদমান দুই গ্রুপের বিরোধ নিরসনের লক্ষ্যে শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়মাঠে বন্ধন সভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন (অব.) এ.বি তাজুল ইসলাম এমপি। প্রধান অতিথি বলেন, এত সব উন্নয়ন কার জন্য করছি, যদি আপনারা নিজেরা নিজেরাই মারামারি করেন। আমরা শিক্ষানগরী করছি, সে শিক্ষা নগরীর বাসিন্দা আপনারা। আপনাদের সন্তানকে স্কুলে পাঠিয়ে সুশিক্ষায় শিক্ষিত করুন আর প্রাগৈতিহাসিক যুগের মতো মারামারি হানাহানি বন্ধ করুন। নিজেদের মেধা-শ্রম কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কথা চিন্তা করুন’। বাঞ্ছারামপুরের ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, ওই গ্রামের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নিজ গ্রামে বসবাস করতে পারে এ জন্য বন্ধন সভা করে মুচলেকা নেওয়া হয়েছে। আশা করি উভয়পক্ষ মিলেমিশে গ্রামে বসবাস করবে।

 

সর্বশেষ খবর