শিরোনাম
বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হত্যার পর মাটিচাপা দিয়ে দাবি করা হয় মুক্তিপণ

চার দিন পর শিশুর লাশ উদ্ধার

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে পাঁচ বছরের শিশু মনির হোসেনকে অপহরণের পর হত্যা করে বাড়ির পাশে মাটিচাপা দেওয়ার পর মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। পুলিশের কাছে রোমহর্ষক এমন বর্ণনা দিয়েছেন ওই ঘটনায় গ্রেফতার দুই অপহরণকারী। তাদের দেয়া তথ্যমতে গতকাল সকালে মাটি চাপা দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার মানছুর রহমান ও মাজেদুল ইসলামের বাড়ি ওই এলাকায়। জানা যায়, ধামরাই সদর ইউনিয়নের আশুলিয়া গ্রামের ব্যবসায়ী সোনা মিয়ার ছেলে মনির হোসেন গত শনিবার বিকালে বাড়ির পাশে সালাম মেম্বারের ধানের চাতালে যায়। সন্ধ্যা গড়িয়ে গেলেও মনির বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ করেন স্বজনরা। কোথাও না পেয়ে পরদিন থানায় জিডি করেন সোনা মিয়া। রবিবার বিকালে মোবাইল ফোনে শিশুটির বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনাটি ধামরাই থানায় জানালে পুলিশ সোমবার মানছুর রহমান ও মাজেদুল ইসলামকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার মনিরের বাড়ির পাশে আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কাছে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ পওয়া যায়। মনিরের বাবা জানান, ছেলেকে ফেরত পেতে ১০ লাখ টাকা দিতেই রাজি ছিলাম। কিন্তু টাকাটা কোথায় দেব তা জানায়নি তারা। ধামরাই থানা ওসি জানান, গ্রেফতার মাজেদুল ইসলাম ও মানছুর রহমান মনিরকে অপহরণের পর খুন করেছে বলে স্বীকার করেছে। তাদের সহযোগিদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ খবর