বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মহাসড়কে নসিমন করিমন ভটভটি, বাড়ছে দুর্ঘটনা

বেনাপোল প্রতিনিধি

মহাসড়কে নসিমন করিমন ভটভটি, বাড়ছে দুর্ঘটনা

বেনাপোল-যশোর সড়কে চলাচলকারী অবৈধ যান

যশোরের শার্শা ও বেনাপোল উপজেলার মহাসড়কে অবাধে চলছে নসিমন, করিমন ও ভটভটি। অবৈধ এ সব যানে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এ অঞ্চলের মানুষ। এ সব যানবাহনের বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনা। অকালে প্রাণ হারাচ্ছেন অনেকে। কাউকে বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব। এছাড়া নছিমন, করিমন ও ভটভটির বিকট শব্দে হচ্ছে শব্দ দূষণ। অভিযোগ আছে অবৈধ যানের অবাধ চলাচল দেখেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। কৃষি উন্নয়ন তথা চাষাবাদের কাজে ব্যবহারের জন্য সরকার বিদেশ থেকে ট্রাক্টর আমদানির অনুমতি দেয় নামমাত্র শুল্কে। চাষাবাদের জন্য আমদানি করা এ সব ট্রাক্টর অবৈধ ট্রলিসহ নানা যানে রূপান্তরিত করে মানুষ চলাচলের উপযোগী করে চলছে সড়কে। ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য আনুষ্ঠানিকতা না থাকায় শিশু-কিশোররাও এ সব ট্রাক্টর চালানোর সুযোগ পাচ্ছে। ফলে প্রতিনিয়ত ঘটছে সড়কে দুর্ঘটনা। এক সূত্র জানায়, সড়ক-মহাসড়কে প্রতিনিয়ত যে দুর্ঘটনা হয় তার অধিকাংশ ঘটে  ট্রাক্টর, ট্রলি, নছিমন, করিমন ও ভটভটির কারণে। নাভারন হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, প্রতি বছর শতাধিক মানুষ মারা যায় এ ধরনের  অবৈধ যানবাহনে। বেসরকারি হিসেবে এ সংখ্যা দ্বিগুণ হবে বলে জানান বিশেষজ্ঞরা। কয়েকজন ট্রাক্টর মালিক জানান, সংশ্লিষ্টদের মাসোহারা দিয়েই তারা সড়ক-মহাসড়কে ট্রলি-ট্রাক্টর, নছিমন, করিমন চালাচ্ছেন। নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলিটন মিয়া বলেন, অবৈধ যানের চলাচল বন্ধে প্রতিদিনই বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা ধরা পড়ছে তাদের বিরুদ্ধে জরিমানা, মামলা করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর