শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অ্যামুনিয়া প্লান্টে আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানার অ্যামুনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে প্লান্টের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। অগ্নিকান্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরুপণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারখানা সংশ্লিষ্টরা জানান, কয়েকদিন ধরে অ্যামুনিয়া প্লান্টের সিনগ্যাস কমপ্রেসারে ত্রুটি দেখা দেয়। এটি মেরামত করার জন্য কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। বুধবার বিকালে অ্যামুনিয়া প্লান্টের দ্বিতীয় তলায় কাজ করার সময় সিনগ্যাস কমপ্রেসারে অতিরিক্ত তাপমাত্রার কারণে ও তেলের রিজার্ভার লিকেজ হয়ে আগুন ধরে যায়। দ্রুত লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর