শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিষাক্ত অ্যালকোহল পানে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাঘায় বিষাক্ত অ্যালকোহল পানে দুজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়। এর সঙ্গে জড়িত সন্দেহে এক হোমিও চিকিৎসককে আটক করা হয়েছে। আটক চিকিৎসকের হোমিও চিকিৎসা হলো সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সেলিম আহম্মেদ ও রনি কুমার নামে দুজনকে গত বুধবার রাতে নিরাময় হোমিও হলে ডেকে নেন চিকিৎসক মাসিদুল কারিম। সেখানে তাদের কোমল পানীয়’র সঙ্গে বিষাক্ত অ্যালকোহল (ইথোনিক্যাল) জাতীয় দ্রব্য পান করানো হয়। এরপর তারা নিজ নিজ বাড়ি চলে যান এবং অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে রনি কুমারের ও রাতে সেলিম আহম্মেদের মৃত্যু হয়। বাঘার ইউএনও শুক্রবার সকালে চিকিৎসক মাসিদুল কারিমের নিরাময় হোমিও হল সিলগালা করে দেন। এ সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

বাঘা থানার ওসি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে হোমিও চিকিৎসক মাসিদুল কারিমকে। এ বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ খবর