রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

তিন শিক্ষার্থীসহ নিহত ১৩

১২ জেলায় সড়ক দুর্ঘটনা

প্রতিদিন ডেস্ক

বরিশাল, রাজশাহী, মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া আট জেলায় সড়কে প্রাণ গেছে আরও ১০ জনের। শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল বিকাল পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাস উল্টে আহত হয়েছেন ৫০ শ্রমিক। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- বরিশাল : হিজলা উপজেলার উত্তর গুয়াবাড়িয়া এলাকায় গতকাল সকালে ট্রলিচাপায় মারা গেছে লিজা (৮) নামে এক শিশু। লিজা গুয়াবাড়িয়া ইউনিয়নের কবির জমাদ্দারের মেয়ে ও উত্তর গুয়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। রাজশাহী : গোদাগাড়ীতে ট্রাকচাপায় ইউসুফ (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি উপজেলার রাজাবাড়ী এলাকার আফজাল হোসেনের ছেলে ও একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। মেহেরপুর : গাংনী শহরে সড়ক দুর্ঘটনায় আক্তারুজ্জামান (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বন্ধু হারুন অর রশিদ। গতকাল দুপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত আক্তারুজ্জামানের বাড়ি চুয়াডাঙ্গায়। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র ছিলেন। খুলনা : বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। বটিয়াঘাটা উপজেলার নারায়ণপুরে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বটিয়াঘাটার বাইনতলার জাহিদুর রহমানের ছেলে সাকিল শেখ (১৮) ও কুলটিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সোহাগ শেখ (১৯)। ঠাকুরগাঁও : জেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- পরেশ চন্দ্র (৪০)  ও  মাহফুজুর রহমান জিয়ন (৪৮)। গতকাল সকালে দুই মোটরসাইকেল আরোহী দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। নেত্রকোনা : কলমাকান্দা-নেত্রকোনা সড়কের গোমইখালি ব্রিজের কাছে গতকাল সকালে লরিচাপায় জুয়েল (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে নেত্রকোনা সদরের রাজুর বাজার এলাকার সবুজ মিয়ার ছেলে। সিরাজগঞ্জ : রায়গঞ্জ উপজেলায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে দুপুরে ট্রাকচাপায় আতিকুর রহমান (৩৬) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আতিকুর মোটরসাইকেলে হাটিকুমরুলের দিকে যাওয়ার পথে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। লক্ষ্মীপুর : রায়পুরে কাভার্ড ভ্যানচাপায় গতকাল বিকালে সেলিম নামে সাইকেল আরোহী এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সেলিম রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামের নূর মোহাম্মদের  ছেলে। কুড়িগ্রাম : রৌমারী উপজেলায় সকালে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় সামিনা খাতুন (৩৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সামিনা শৌলমারী ইউনিয়নের বাতার গ্রামের আজিবর রহমানের স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ : বাসের সঙ্গে সংঘর্ষে জাহাঙ্গীর আলম সুকাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জাহাঙ্গীর আলমের বাড়ি শিবগঞ্জ উপজেলার নীচু ধুমি গ্রামে। রাঙামাটি : প্রাইভেট কার ও মোটরসাইকেল সংঘর্ষে আব্দুল মোনাফ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। জেলা শহরের কে কে রায় সড়কে গত রাতে এ দুর্ঘটনা ঘটে। মোনাফ শহরের শিমুলতলির আলী আহমেদের ছেলে। আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল সন্ধ্যায় গার্মেন্টের শ্রমিকবাহী বাস উল্টে ৫০ জন আহত হয়েছেন। তাদের আড়াইহাজার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা রূপগঞ্জে ফকির ফ্যাশন নামে একটি গার্মেন্টের চাকরি করেন। দুর্ঘটনার সময় ছুটি শেষে বাসায় ফিরছিলেন তারা।

সর্বশেষ খবর