রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শিকারির ফাঁদে ধরা পড়ছে অতিথি পাখি

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বিভিন্ন হাওরে ফাঁদ পেতে ও বিষ দিয়ে শিকার করা হচ্ছে অতিথি পাখি। সরজমিনে হাওর কাউয়া দীঘিতে গিয়ে দেখা যায়, হাওরের বিভিন্ন স্থানে শিকারিরা বাঁশের খুটি ব্যবহার করে জাল দিয়ে ফাঁদ পেতে অতিথি পাখি ধরছে। ফলে দিন দিন হাওরগুলোতে কমছে অতিথি পাখির সংখ্যা। খোঁজ নিয়ে জানা যায়, শিকারিরা দিনের বেলা ফাঁদ পেতে রাখেন এবং রাতে খাবার সন্ধ্যানে আসা অতিথি পাখিরা এই ফাঁদে আটকা পরেন। সকালে শিকারিরা আটকা পরা পাখি উদ্ধার করে পাইকারের কাছে বিক্রি করেন। শুধু জাল নয়, বিভিন্ন জায়গায় বিষ দিয়েও মারা হচ্ছে পাখি। হাওর কাউয়াদিঘি ছাড়াও একইভাবে, পাখি শিকার করা হচ্ছে জেলার হাকালুকি, হাইল-হাওর ও বাইক্কা বিলে। হাওর পারের একাধিক ব্যক্তি জানান, শিকারিরা দিনের বেলা জাল দিয়ে ফাঁদ পাতেন। আটকা পড়া কাখি সকালে পাখি বিক্রি করেন। তাদের পাখি শিকার না করার কথা বলেলে উল্টো আমাদের ধমক দেয়। রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার জানান, বিষয়টি অবগত হলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর