রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘যুব সমাজকে উন্নয়নে কাজ করতে হবে’

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্যাঞ্চলের অপ-রাজনীতির ঊর্ধ্বে থেকে উন্নয়নে কাজ করার জন্য যুব সমাজের প্রতি আহবান জানিয়েছেন রাঙামাটি জোন কমান্ডার লে. কর্নেল মো. রেদুওয়ানুল ইসলাম। তিনি বলেন, পার্বত্যঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের উন্নয়নে  জন্য সেনাবাহিনী বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। এ অঞ্চলের ছেলে-মেয়েদের কর্মদক্ষতায় উপযুক্ত করতে রাঙামাটি রিজিয়নের উদ্যোগে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খুলা হয়েছে। দক্ষ শিক্ষক ধারা এসব শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে ভবিষ্যতে পার্বত্যাঞ্চলের ছেলে-মেয়েরা উন্নয়নের দিকে সহজে অগ্রসর হতে পারে।

শনিবার বেলা সাড়ে ১১টায় কাউখালী উপজেলার ঘাগড়া আর্মি ক্যাম্প চত্বরে রাঙামাটি রিজিয়নের উদ্যোগে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষর্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান এসএম চৌধুরী, ইউএনও মো. মিনহাজুর রহমান, অধ্যক্ষ শ্যামল মিত্র চাকমা, ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, রাঙামাটি জোনের ক্যাপ্টেন মো. শাহমাদ বিন রাত ও কম্পিউটার প্রশিক্ষক মেহেদী হাসান সোহাগ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর