রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক পলক

রবীন্দ্র সঙ্গীত সম্মিলন

৩৮তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখা গতকাল ও আজ দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। গতকাল ছিল দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। সন্ধ্যায়   ওয়াহিদুল হকের স্মরণে আয়োজন করা হয়  পাঠচক্র ও শ্রোতার আসর। প্রশিক্ষণার্থীদের জন্য একই ভেন্যুতে আজ থাকছে  প্রতিযোগিতা পর্ব। গতকাল প্রশিক্ষণ পর্বে প্রশিক্ষক ছিলেন প্রতীক এন্দ। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, সহসভাপতি ডা. অরুণাভ পোদ্দার এবং সঞ্জীব দেবনাথ, উপদেষ্টা মোহাম্মদ আরজ প্রমুখ।-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অভিভাবকদের পানি পান

নিজের টাকায় পানি কিনে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিতরণ করে আলোচনায় এসেছেন বরিশালের আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন। বিভিন্ন কেন্দ্রে ঘুরে অপেক্ষমান অভিভাবকদের মাঝে নিজ হাতে সহ¯্রাধিক পানির বোতল বিতরণ করেন তিনি।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের (২২) মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরনে জিন্সের প্যান্ট ও ছাই রঙের গেঞ্জি রয়েছে।

-গাজীপুর প্রতিনিধি

আখচাষিদের বকেয়া দাবি

উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির এক বর্ধিত সভায় নর্থ বেঙ্গল সুগার মিলে আখ সরবরাহ বাবদ চাষীদের পাওনা টাকা পরিশোধের দাবি করা হয়। গতকাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোপালপুরস্থ কার্যালয়ে অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক সুকুমার সরকার, অ্যাড. আল মামুন সরকার প্রমুখ। -নাটোর প্রতিনিধি

কারেন্ট জাল জব্দ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে গতকাল সকালে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়ের উপস্থিতিতে অবৈধ এ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

-রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

শিক্ষকের শাস্তি দাবি

কুড়িগ্রামের চিলমারীতে প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে শিক্ষক জিয়াউর রহমান জিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। ‘যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি’ নামের সংগঠন গতকাল চিলমারী-কুড়িগ্রাম সড়কের উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে। -কুড়িগ্রাম প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর