শিরোনাম
রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

‘পুলিশি সেবা পেতে দালালের প্রয়োজন নেই’

টঙ্গী প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) ওয়াইএম বেলালুর রহমান বলেছেন, জনগণকে ২৪ ঘণ্টা পুলিশি সেবা দিতে প্রস্তুত। যে কোনো সেবা পেতে হাতের নাগালেই পাওয়া যাচ্ছে পুলিশ। থানায় জিডি কিংবা অভিযোগ করতে কোনো টাকা লাগে না। সাধারণ ডায়েরি করার ফরম থানা থেকে সংগ্রহ করে পূরুণ করে জমা দিলেই হয়ে যাবে। কোনো দালালের প্রযোজন নেই। এ ছাড়া অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স, জরুরি প্রয়োজনে ৯৯৯ টোলফ্রি’র মাধ্যমে পুলিশ ডাকা, ফেসবুকে তথ্য প্রদান, ই-ট্রাফিকিং-এর মাধ্যমে ট্রাফিক আইন আদায়, সড়কে-মহাসড়কে গাড়ির কাগজপত্র ঠিক থাকলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের দেওয়া হচ্ছে ফুলেল  শুভেচ্ছা। নানা অপরাধ দমনেও নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। গতকাল পুলিশ সেবা সপ্তাহর শেষ দিনে ডিআইজি এসব কথা বলেন। টঙ্গী থানার ওসি কামাল হোসেন বলেন গত চার মাসে টঙ্গী পূর্ব থানায় মাদক অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ২৩৩টি মামলা হয়েছে। সাড়ে ১২ হাজার ইয়াবা, ৪০ কেজি গাঁজা ও ১ হাজার ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর