সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বগুড়ায় দাওয়াত খেয়ে ৩৪ ব্যক্তি হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার কাহালু উপজেলায় কুলখানির দাওয়াত খেয়ে ৩৪ ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ ও নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন চিকিৎসাধীন। ফুড পয়জনিং হয়ে তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে চিকিৎসকরা ধারণা করছেন।

অসুস্থরা জানান, গত শুক্রবার কাহালুর জামগ্রাম ইউনিয়নের চিরতা গ্রামে মরহুম আকতারুজ্জামানের কুলখানিতে ৩ হাজার লোকের খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। খাওয়ার পরদিন থেকে তারা পেটে ব্যথা, ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হতে থাকেন। কাহালুর জামগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম কামাল বলেন, দাওয়াত খেয়ে অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ বলেন, ফুড পয়জনিংয়ে তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর