সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মগড়া বাঁচাতে পাঁচ দফা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা শহরের প্রাণ মগড়া নদী বাঁচাতে পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে জেলা প্রশাসক বরাবর  স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলো হচ্ছে- অগ্রাধিকার ভিত্তিতে নদী খনন, নদীর দুই তীর দখলমুক্তকরণ, যেসব ড্রেন দিয়ে ময়লা আবর্জনা নদীতে যাচ্ছে তা বন্ধকরণ, দুই তীরে রেলিং দিয়ে হাঁটার রাস্তা তৈরি করে সৌন্দর্যবর্ধন ও মোক্তারপাড়া ব্রিজ তৈরির পর নদীগর্ভে অবশিষ্ট মাটি, ইট সুরকি ও অন্যান্য নির্মাণসামগ্রী সরিয়ে গতিপথ ফিরিয়ে দেওয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর