সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক পলক

পাঁচ ভুয়া পুলিশ আটক

শরীয়তপুরের গোসাইরহাটে চাঁদাবাজির অভিযোগে পাঁচ ভুয়া পুলিশকে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের পট্টি ব্রিজের ঢাল থেকে পাঁচজনকে আটক করা হয়। আটকৃতরা হলেন, সেলিম সরদার, মোহাম্মদ আলী, শরীফ মোল্লা, জামাল সরদার ও মিন্টু রাঢ়ী।-শরীয়তপুর প্রতিনিধি

শিক্ষক বহিষ্কার

ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের সেট  কোড অনিয়মের অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে এসএসসি বাংলা দ্বিতীয়পত্র এমসিকিউ পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত দুই শিক্ষক হলেন- আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুজ্জামান ও আবদুল বারী।-ঝিনাইদহ প্রতিনিধি

সভার মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের দাবি

বর্ধিত সভার মাধ্যমে প্রার্থী নির্বাচনের দাবি জানিয়েছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অংশগ্রহণেচ্ছু কয়েক প্রার্থী।

গতকাল উপজেলা যুবলীগ কার্যালয় প্রাঙ্গণে এ লক্ষ্যে প্রতিবাদ সভা হয়। সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম সাজু। কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল জানান,  চেয়ারম্যান প্রত্যাশী ছিলেন ১৩ জন। তাদের মধ্যে ১১ জনের তালিকা জেলায় পাঠানো হয়েছে।

-নীলফামারী প্রতিনিধি

ভান্ডারিয়ায় প্রার্থী ঘোষণা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামকে উপজেলা চেয়ারম্যান পদের জন্য একক প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। জাতীয় পার্টিও (জেপি) তাকে সমর্থন দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু জানান, মিরাজুলকে ভাণ্ডারিয়া আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য রেজিউলেশনের মাধ্যমে একক প্রার্থী হিসেবে সুপারিশ করেছে। মিরাজুল আটবার পিরোজপুর জেলার শ্রেষ্ঠ আয়করদাতা হিসেবে পদক লাভ করেছেন। -পিরোজপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর