শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফুলবাড়ীতে ডায়রিয়া জ্বর সর্দির প্রকোপ

ফলবাড়ী প্রতিনিধি

দিনে গরম, রাতে শীত। আবহাওয়ার এই খামখেয়ালিপনার কারণে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আকস্মিক ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে সর্দি কাঁশি। গত চারদিনে এ রোগে আক্রান্ত ৫০ জন রোগী ফুলবাড়ী স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃ বিভাগ (ইনডোর) জানায়, গত এক সপ্তাহে তারা দেড় শতাধিক রোগীর চিকিৎসা সেবা দিয়েছেন। এদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আজরিন আক্তার জানান, আবহাওয়া পরিবর্তন ও ভাইরাসজনিত কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে ভর্তি রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা সেবা চলছে। বর্তমান পরিস্থিতি অনেকটা  নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ খবর