শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক পলক

ছাত্রদল নেতা গ্রেফতার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কোহিনূর আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল নগরীর চন্ডিপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি অন্তত ১০টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।-নিজস্ব প্রতিবেদক, সিলেট

নবীনগরে শান্তি সমাবেশ

নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ‘অশান্ত গৌরনগর গ্রামে শান্তি ফেরানোর লক্ষ্যে শান্তি সমাবেশ হয়েছে। গতকাল দাঙ্গাপ্রবণ ওই গ্রামের স্থানীয় ঈদগাহ মাঠে এ সমাবেশ হয়। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি। এমপি বলেন, সমাজে অশান্তি সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না। সমাবেশে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, সাহান চৌধুরী, মোশাররফ হোসেন সরকার, চিত্তরঞ্জন পাল, রণোজিৎ রায়, রাজু আহমেদ। -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শোভাযাত্রা

বরগুনায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। গতকাল বরগুনা প্রেস ক্লাব চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে জাগোনারী বরগুনা পাঠশালায় এসে শেষ হয়। পাঠশালায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শামসুদ্দিন খান। বক্তব্য রাখেন হাসানুর রহমান ঝন্টু, হোসনেয়ারা হাসি, মনির হোসেন কামাল, আবু জাফর মো. সালেহ, স্বপন দাশ, মিজানুর রহমান, সুমন সিকদার প্রমুখ।

-বরগুনা প্রতিনিধি

বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বাগেরহাটের রামপাল উপজেলায় দিনভর চার হাজার নারী-পুরুষ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন। লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সহযোগিতায় রামপালের বড়দিয়া হাজী আরিফ মাদ্রাসা চত্বরে আয়োজিত চক্ষু শিবিরে প্রায় চার হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ সরবরাহ করা হয়। বাছাই করা পাঁচ শতাধিক রোগীকে ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে। -বাগেরহাট প্রতিনিধি

ফ্রি মেডিকেল ক্যাম্প

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব  মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য  অধ্যাপক প্রাণ গোপাল দত্তসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের ৪৬ জন  বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা প্রদান করেন। মাওলানা হাসমতউল্লাহ দেওবন্দী ফাউন্ডেশন ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। -নালিতাবাড়ী প্রতিনিধি

মানববন্ধন

সৈয়দপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সিরাজুম মনির সাকিব হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। জেলা প্রেস ক্লাবের সামনে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন শিক্ষার্থী লাবিব শাহ্, খন্দকার আবিদা সুলতানা, আবরাত জাওয়াদ,  শাকিল প্রমুখ।

-নীলফামারী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর