শিরোনাম
শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পঞ্চগড়-শিলিগুড়ি ট্রেন চলবে পাঁচ বছরের মধ্যে

––রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে ভারতের শিলিগুড়ি পর্যন্ত রেলপথ সম্প্রসারণ হবে। তখন পঞ্চগড় টু শিলিগুড়ি রেল চলাচল করবে। মন্ত্রী আরও বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর অত্যন্ত সম্ভাবনাময় বন্দর। এই বন্দর দিয়ে প্রতিবেশী চারটি দেশের সঙ্গে রেল যোগাযোগ গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রগুলোও আগ্রহ প্রকাশ করেছে। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রত্যেকটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। রেলমন্ত্রী গতকাল পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে আয়োজিত পিঠা উৎসবে এসে এসব কথা বলেন। অধ্যক্ষ প্রফেসর এম দেলোয়ার হোসেন প্রধানের সভাপতিতে¦ অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনায় আরও বক্তব্য রাখেন পুলিশের রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মজিদ আলী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাইমুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহতেশাম রেজা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত।

সর্বশেষ খবর