রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খাবার স্বল্পতায় ৫৪ চিত্রা হরিণের জীবন সংকটান্ন!

রামসাগর জাতীয় উদ্যানের

দিনাজপুর প্রতিনিধি

মধ্যযুগের বিখ্যাত সামন্ত রাজার অমরকীর্তি দিনাজপুরের রামসাগর। নয়নাভিরাম দীঘি মন ছুঁয়ে যায় পর্যটকদের। বেশি দৃষ্টি কাড়ে রামসাগরের মিনি চিরিয়িাখানার মায়াবী চিত্রা হরিণ। খাবারের অভাবে রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানার ছোটবড় ৫৪টি চিত্রা হরিণের জীবন এখন সংকাপন্ন। চাহিদার এক-চতুর্থাংশ খাবার বরাদ্দ পাওয়া যায়। ফলে বিকল্পভাবে খাবারের ব্যবস্থা করতে হয় বলে জানান দিনাজপুর বন বিভাগের কর্মকর্তা ও রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক আব্দুস সালাম তুহিন। তবে তা-ও যথেষ্ট নয় বলে জানান এ কর্মকর্তা। খাদ্য ও পুষ্টির অভাবে রোগাক্রান্ত ও দুর্বল হয়ে পড়ছে হরিণগুলো। জানা যায়, চিত্রা হরিণের প্রিয় খাবার শাপলা পাতা। বরাদ্দ কম এলেও রামসাগর দীঘিতে শাপলা চাষ করতে পারলে হরিণের খাদ্য চাহিদা কিছুটা মেটানো সম্ভব হয়। দেড় বছর ধরে দিঘিতে মাছ শিকার, ইঞ্জিনচালিত নৌকা চালানোর কারণে শাপলা চাষ বন্ধ হয়ে যায়। এ কারণে হরিণের খাদ্যসংকট আরও তীব্র হয়েছে। লতা-পাতা আর দর্শনার্থীর দেওয়া খাবার খেয়ে বেঁচে আছে হরিণগুলো। রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক জানান, রামসাগর জাতীয় উদ্যানের চিড়িয়াখানায় সরকারিভাবে ছয়টি চিত্রা হরিণ আনা হয়। হরিণগুলো দ্রুত বংশবিস্তার করতে থাকে।

সর্বশেষ খবর