শিরোনাম
রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দুই মাসেও বই পায়নি ৩০০ শিক্ষার্থী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার করমুল্যা বাজারের উত্তর শুল্লকিয়া এলাকায় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থী চলতি বছরের দুই মাস পার হলেও নতুন বই পায়নি। এতে ব্যাহত হচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম। বই পাওয়ার দাবিতে শনিবার দুপুরে মাদ্রসার সামনে প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। তারা দ্রুত বিনামূল্যের বই পেতে সরকারের কাছে দাবি জানান। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এটা আমাদের বিষয় নয়, এটি মাধ্যমিক শিক্ষা অফিসারের বিষয়। নোয়াখালী ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক রেজ্জাকুল হায়দার বলেন, ‘আমরা এখনও সব বই পাইনি এ জন্য দেওয়া হয়নি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার জানান, বই না পাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর