রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চাঁদা নির্ধারণ নিয়ে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি

বানিয়াচঙ্গের পৈলারকান্দি গ্রামে ওয়াজ মাহফিলের চাঁদা নির্ধারণ নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে ওমর আলী (৫০) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। নিহত ওমর আলী পৈলারকান্দি গ্রামের রাজা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতি বছর পৈলারকান্দি গ্রামবাসী ওয়াজ মাহফিল করে থাকেন। এবারও মাহফিলের প্রস্তুতি নেন তারা। শুক্রবার জুমার নামাজের পর গ্রামের মসজিদে বসে চাঁদা সংগ্রহের তালিকা তৈরি করা হয়। লিটন নামে এক কৃষকের নামে ৫০০ টাকা চাঁদা ধরা হলে লিটন জানান এতো টাকা দেওয়ার সামর্থ্য তার নেই। এ নিয়ে ওমর আলীর সঙ্গে তার তর্কবিতর্ক হয়। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্র্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে একটি দোকানে লুটপাট ও ২০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর