রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্র রংপুরে স্থাপন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের বায়ুদূষণের মাত্রা নির্ধারণে স্থাপন হচ্ছে সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্র (ক্যামস)। এ কেন্দ্র চালু হলে নিয়মিত বায়ুর মান সূচক (একিউআই) প্রকাশ করা যাবে। এ ছাড়া বায়ুদূষণের কারণ শনাক্ত করে এ সমস্যা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া যাবে। একই সঙ্গে বাড়বে বায়ুদূষণ সম্পর্কে জনসচেতনতা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে ক্যামসের ভবন নির্মাণের কাজ চলছে। আগামী জুনের আগেই এ কেন্দ্র চালু হতে পারে। জানা গেছে, দেশে ঢাকার পাশাপাশি বিভাগীয় নগরগুলোতে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে গিয়ে এসব শহরে যানবাহনের সংখ্যা ও অবকাঠামো নির্মাণ উল্লেখযোগ্য হারে বাড়ছে। এর ফলে বাড়ছে বায়ুদূষণ। এতে এসব এলাকার বাসিন্দারা শ্বাসতন্ত্রসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

সর্বশেষ খবর