শিরোনাম
রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
প্রতিবন্ধী ছাত্র হাসপাতালে

নির্যাতনকারী দুই শিক্ষক পালিয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার দারুল উলুম আল ইসলামিয়া চরমটুয়া মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধী এক ছাত্রসহ দুই ছাত্রকে মোবাইল ফোন চুরির অভিযোগে দিনভর আটকে রেখে হাত-পা বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় ষষ্ঠ শ্রেণির প্রতিবন্ধী ছাত্র আরমানকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভিকটিম আরমানের পিতা বাদী হয়ে সুধারাম থানায় ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শুক্রবার সন্ধ্যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন অভিযুক্ত দুই শিক্ষক আবুল কাশেম ও আবু বক্কর ।

আহত আরমান হোসেন (২০) পূর্ব চরমটুয়া ইউনিয়নের চরকাউনিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে। সে ওই মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির (জামাতে নুহুম) ছাত্র। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় ১টি জিডি করা হয়েছে।

এদিকে স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সর্বশেষ খবর