রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে গতকাল ‘তিস্তা বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে রংপুর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ হয়। পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নদী গবেষক ড. তুহিন ওয়াদুদ, রংপুর সরকারি কলেজের অধ্যাপক চিনু কবির, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সংগঠক আশরাফুজ্জামান মতিন, নিপীড়নবিরোধী নারীমঞ্চের আহ্বায়ক নন্দিনী দাস, শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সবুজ রায়, শ্রমিক নেতা রেদোয়ান আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, ভারত একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহারের কারণে গোটা উত্তরাঞ্চল মরুভূমির দিকে ধাবিত হচ্ছে। তিস্তায় পানি না থাকায় কৃষি উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে।

 হাজার হাজার হেক্টর ফসলের জমি হারিয়ে যাচ্ছে। মৎস্যজীবী ও মাঝিরা বেকার হয়ে পড়েছে। তিস্তা পাড়ের জীবন প্রকৃতি ধ্বংসের মুখে। বালু পড়ে নদীগর্ভ ভরাট হচ্ছে। বর্ষাকালে নদীভাঙন ও বন্যার কবলে পড়ে হাজার হাজার একর জমি নদীগর্ভে হারিয়ে যাচ্ছে, ফসল, ঘরবাড়ি, জনপদ ভেসে যাচ্ছে। এ অবস্থা শুধু তিস্তার ক্ষেত্রেই নয়, ভারত থেকে আসা ৫৪টি নদীর পানিপ্রবাহ তারা একইভাবে নিয়ন্ত্রণ কিংবা অন্যায়ভাবে প্রত্যাহার করছে। শুধু আশ্বাস নয়, আমরা তিস্তা চুক্তির বাস্তবায়ন চাই।

সর্বশেষ খবর