সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অটো থেকে পড়ে ট্রাকের চাকার নিচে শিশু

বিভিন্ন স্থানে সড়কে পাঁচ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

রংপুরে চলন্ত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ার পর ট্রাকচাপায় মারা গেছে এক শিশু। এছাড়া চার জেলায় সড়কে প্রাণ গেছে আরও পাঁচজনের। গতকাল এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর- রংপুর : নগরীর নিশবেতগঞ্জে চলন্ত অটো থেকে পড়ে ট্রাকচাপায় শারমিন জাহান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাতে শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে তার নানা বাড়ি নগরীর টার্মিনাল পাঠান পাড়া যাচ্ছিল। নিসবেতগঞ্জের শতরঞ্জীর কাছে চলন্ত অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় শারমিন। এ সময় একটি ট্রাক চাপা দেয়। কুড়িগ্রাম : নাগেশ্বরী উপজেলার পাতারী মসজিদ এলাকায় দুটি মোটারসাইকেলের সংঘর্ষে আতিকুর রহমান দীপু নামের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে অপর মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য। নিহত ব্যক্তির নাম দীপু। তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান টিপুর বড় ভাই। পঞ্চগড় : ছেলেকে রক্ত দিতে হাসপাতালে এসে ট্রাকচাপায় নিহত হলেন বাবা। পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শামসুল হক।

ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাকিম মিয়া নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত হাকিম ওই উপজেলার হরষপুর গ্রামের আশু মিয়ার ছেলে। এছাড়া কক্সবাজারের পেকুয়ায় সিমেন্ট বোঝাইট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাঈনউদ্দিন বাহার নিহত হয়েছেন। এ সময় অপর আরোহী জিয়াবুল গুরুতর আহত হয়েছেন।

সর্বশেষ খবর