সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সন্ত্রাসীর ভয়ে বাড়িছাড়া ১৫ পরিবার, নষ্ট হচ্ছে ফসল

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার ভীটশ্বর গ্রামে সন্ত্রাসীদের ভয়ে বাড়িছাড়া ১৫টি পরিবার। নষ্ট হচ্ছে ওই সব পরিবারের ৫০ বিঘা জমির ফসল। ভুক্তভোগীরা গতকাল সংবাদ সম্মেলন করে এর প্রতিকার দাবি করেছেন।

ঝিনাইদহ প্রেস ক্লাবে সকালে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভীটশ্বর গ্রামের আতিয়ার রহমানের মেয়ে মোহনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেনÑ ভুক্তভোগী আল মামুন, হাসেম আলী, রবিউল ইসলাম, ফরহাদুজ্জামান ও তাসলিমা বেগম। তারা এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। মোহনা খাতুন অভিযোগ করেন, আমাদের গ্রামের রামকান্ত ম-লের ছেলে হৃষিকেশের কাছ থেকে মহিউদ্দিন বিশ্বাসের ছেলে ফারুক ৯২ শতক জমি কেনেন। রেজিস্ট্রি করা ওই জমি পরে গোপনে অন্যত্র বিক্রির পাঁয়তারা করে হৃষিকেশ। বিষয়টি জানাজানি হলে আমাদের গোষ্ঠির সবাই মিলে হৃষিকেশ ও তার ভাই অমরেশকে জিজ্ঞেস করি। কিন্তু তারা টালবাহানা শুরু করে। এমনকি আমাদের দখলকৃত জমি থেকে উচ্ছেদ করার হুমকি দিতে থাকে। এরই জেরে গত ১০ ফেব্রুয়ারি মারধর এবং রান্নাঘর পুড়িয়ে দেয়। মোহনা জানান, এ ঘটনায় ঝিনাইদহ আদালতে দুটি মামলা করা হয়েছে। সন্ত্রাসীদের অত্যাচারে বাড়িছাড়া রয়েছে আমাদের ১৫টি পরিবার।

সর্বশেষ খবর