সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ১২০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কপি রাইট আইনে ১২০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন চিত্রশিল্পী হোসাইন মোহাম্মদ ফারুক। গতকাল ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৭ সালের ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের স্যুভেনিরে মুদ্রিত তার আঁকা ‘কবি নজরুল’ এর শিল্পকর্মটি উল্টো করে ছাপিয়েছে। এ কারণে তার নামটিও উল্টো হয়ে বিকৃত হয়েছে। ময়মনসিংহ ২য় জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন বলে জানান আইনজীবী ব্যারিস্টার মো. মশিউর রহমান ।

সর্বশেষ খবর