সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
বিজিবি-বিএসএফ

সীমান্ত ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক, যশোর

সীমান্ত সংক্রান্ত সব ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। গতকাল যশোরের একটি অভিজাত হোটেলে শুরু হওয়া এ সম্মেলনের প্রথম দিন শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান বিজিবি-বিএসএফের প্রতিনিধিরা।

বিকাল ৩টায় শহরের হোটেল জাবির ইন্টারন্যাশনালে শুরু হয় চার দিনের সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম। এতে ১৪ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার আবু তাহের মোহাম্মদ ইব্রাহীম। আর বিএসএফের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ইয়াগেশ বাহাদুর খুরানিয়া। ১১তম এই সমন্বয় সম্মেলনে বিজিবির যশোর ও রংপুর রিজিয়ন এবং বিএসএফের নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ার পর্যায়ের কর্মকর্তা এবং দুই দেশের পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর