শিরোনাম
সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ডিজিটাল আইনে মামলা

সাংবাদিকের জামিন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ডিজিটাল আইনের মামলায় দৈনিক মানবজমিন পত্রিকার খুলনা ব্যুরো প্রধান রাশিদুল ইসলামকে ৩ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। গতকাল জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধূরী এই জামিনের আদেশ দেন। মামলায় বিবাদী পক্ষের আইনজীবী এম এম মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবীরা বলেন, উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে সাংবাদিক রাশিদুল ইসলাম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। এ সময় আদালত ৩ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্র্তীকালীন জামিন মঞ্জুর করে।

মামলার অপর অভিযুক্ত ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন পত্রিকার খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লা পুলিশি চার্জশিট (অভিযোগপত্র) দাখিল না করা পর্যন্ত স্থায়ী জামিনে রয়েছেন। মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত।

জানা যায়, একাদশ সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগে খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এই মামলায় সাংবাদিক হেদায়েত হোসেন ও রাশিদুল ইসলামকে আসামি করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর