রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মাটিতে মিশে যাচ্ছে কোটি কোটি টাকার গাড়ি

শেরপুর প্রতিনিধি

মাটিতে মিশে যাচ্ছে কোটি কোটি টাকার গাড়ি

শেরপুর হাসপাতালের অ্যাম্বুলেন্স, সিভিল সার্জন ও সেবা অধিদফরের অন্তত ১১টি বিকল গাড়ি দীর্ঘদিন ধরে পড়ে আছে হাসপাতালের নানা জায়গায় খোলা আকাশের নিচে। জরাজীর্ণ হয়ে পড়ে এ সব সরকারি গাড়ির বর্তমান মূল্য দুই-আড়াই কোটি টাকা। দীর্ঘদিন অযতেœ পড়ে থেকে কোনোটি মাটিতে মিশে যাওয়ার উপক্রম হয়েছে। কোনোটি এখনও সংস্কার করার মতো অবস্থায় আছে।  জানা যায়, গাড়িরগুলোর কোনোটি ১৫-২০ বছর ধরে আবার কোনোটি ৮-১০ বছর পড়ে আছে। বিদেশি সরকার ও বংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তিনটি অ্যাম্বুলেন্স রহস্যজনক কারণে অল্প সময়ের মধ্যেই বিকল হয়ে যায়। এ গাড়ি তিনটির ২-৩ বছর ধরে জায়গা হয়েছে হাসপাতলের এক কোণায়। এ সব গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ কেজি দরে ভাঙ্গাড়ির দোকানে বিক্রির জোগাড় হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, একেবারে অকেজো গাড়িগুলো নিলামে দেওয়া হোক। বাকিগুলো সংস্কার করে আনা হোক সেবার আওতায়। জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, স্থানীয়ভাবে নিলামে দেওয়ার নিয়ম নেই। স্বাস্থ্য মন্ত্রণালকে বার বার জানানো হয়েছে, কোনো ফল পাওয়া যায়নি। জেলা সিভিল সার্জন ডা. রেজাউল করিম জানান, টেন্ডার প্রক্রিয়া অত্যন্ত জটিল। সরকারি অর্থপ্রাপ্তি সাপেক্ষে সংস্কার যোগ্য গাড়িগুলো ঠিক কারার ব্যবস্থা করা হবে।

 

সর্বশেষ খবর