রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ডাক্তারের অবহেলায় মৃত্যু ক্লিনিকে হামলা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রতিবাদে টেকেরহাটের নিউ জমজম ক্লিনিকে হামলা চালিয়ে মালিককে মারধর করা হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাজৈরের মাছচর গ্রামের গিয়াস খান (৫৫) বুকে ব্যথা নিয়ে টেকেরহাট বন্দরের নিউ জমজম ক্লিনিকে চিকিৎসা নিতে যান। এ সময় অসুস্থ অবস্থায় তাকে প্রায় তিন ঘণ্টা বসিয়ে রাখে ক্লিনিক কর্তৃপক্ষ। অপেক্ষারত অবস্থায়ই মারা যান গিয়াস। পরে বিক্ষুব্ধ লোকজন ক্লিনিক মালিকের উপর হামলা চালায়। অবস্থা খারাপ দেখে পালিয়ে যায় চিকিৎসকরা। স্থানীয়রা জানান, ওই ক্লিনিকে কয়েক মাস আগেও  অহেলায় রোগী মৃত্যু নিয়ে ভাঙচুর হয়েছে। রাজৈর থানার ওসি জানান, রোগী মৃত্যু নিয়ে বিক্ষুব্ধরা হামলা ও ক্লিনিক মালিককে মারধর করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর সিভিল সার্জন ফরিদ হোসেন মিয়া বলেন, ‘অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

 

সর্বশেষ খবর