রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গুলিতে নিহত আলতামতির সন্তানদের দেখার কেউ নেই

১৫ ফেব্রুয়ারির নির্বাচন

ঝিনাইদহ প্রতিনিধি

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি সরকারের একদলীয় নির্বাচন চলাকালে ঝিনাইদহের হরিণাকুন্ডুর ভাতুড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বাধার সন্মুখীন হয় পুলিশ। তখন পুলিশের এলোপাতাড়ি গুলিতে নিহত হন ভাতুড়িয়া গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের মেয়ে রেহেনা আক্তার আলতামতি। একই বছর ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে। আলতামতির দুই শিশু সন্তানকে লালন-পালনের জন্য অনুদান হিসাবে এক লাখ টাকার চেক দেন প্রধানমন্ত্রী। এরপর দীর্ঘ দিন পার হয়ে গেলেও তাদের খোঁজ খবর নেননি কেউ। এমনকি ২৩ বছরেও বিচার হয়নি আলতামতি হত্যার। তার দুই সন্তান এখন জমি বর্গা চাষ করে, পরের দোকানে কাজ করে সংসার চালায়।

আলতামতির মৃত্যুর সময় বড় ছেলে রিপনের বয়স ছিল ৪ বছর আর ছোট ছেলে শিপনের বয়স তিন মাস।

 

 

সর্বশেষ খবর