রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মশা নিয়ন্ত্রণে ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

‘আসুন আমরা সবাই মিলে সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য নগরী গড়ি’ স্লোগান সামনে রেখে নগরী পরিচ্ছন্নকরণ ও মশা নিয়ন্ত্রণে ১৫ দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল সকালে রাজশাহী মেডিকেল চত্বরে পরিচ্ছন্নকরণ ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র।

অনুষ্ঠানে খায়রুজ্জামান লিটন বলেন, বাড়ি ও আশেপাশের সব কিছু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু ড্রেন পরিষ্কার রাখলে হবে না, মনকেও পরিষ্কার রাখতে হবে। মন যদি পরিষ্কার না হয় আমরা যদি সচেতন না হই, তাহলে পরিচ্ছন্ন নগরী গড়া কঠিন হবে।

 

সর্বশেষ খবর