সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার

ফরিদপুর প্রতিনিধি

নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার

ফরিদপুরের মধুখালীর গড়াই নদীতে অবৈধভাবে দেওয়া বাঁশের বাঁধ -বাংলাদেশ প্রতিদিন

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে গড়াই নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করছে প্রভাবশালী একটি মহল। দীর্ঘদিন ধরে এভাবে নদীতে বাঁধ দিয়ে মাছ ধরায় প্রকৃত জেলেরা মাছ শিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে স্থানীয় জেলেদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নদীতে বাঁধ দেওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে। জানা যায়, কামারখালীর গড়াই নদীর বিশাল একটি অংশে মাঝনদী বরাবর বাঁশ দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। বাঁধ দেওয়ার পাশাপাশি কারেন্ট জাল দিয়ে তারা বিভিন্ন প্রজাতির মাছ শিকার করছে। ফলে মাছের বংশবৃদ্ধি হ্রাস পাচ্ছে। এ ছাড়া যেসব জেলে নদী থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন তারা এখন মাছ ধরতে না পেরে বিপাকে পড়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নদীতে প্রতি বছরই এ মহলটি অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছে।

মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান জানান, নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করা বেআইনি। যারা অবৈধভাবে এ কাজটি করছে সরেজমিন পরিদর্শন করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর