সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মানববন্ধন, ৩ দিন কলেজের সব কার্যক্রম বন্ধ ঘোষণা

অধ্যক্ষ লাঞ্ছনার প্রতিবাদ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ এবং শিক্ষক পরিষদ। নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে গতকাল অনুষ্ঠিত মানববন্ধন থেকে তিন দিনের জন্য কলেজের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন পুলক কুমার সাহা, এস এম কাইয়ূম, আহসান উল ইসলাম রিমন, শফিউল ইসলাম রোজদী প্রমুখ। বক্তারা বলেন, নরসিংদী সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। কিছু উচ্ছৃঙ্খল ছাত্রের কারণে সুনাম নষ্ট হচ্ছে। অধ্যক্ষকে যেভাবে তার অফিস কক্ষে ঢুকে লাঞ্ছিত করা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের ওপর হামলা ও মামলার প্রতিবাদে পাবলিক পরীক্ষা ব্যতীত ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কলেজের সব কার্যক্রম বন্ধ থাকবে। এই ৩ দিন কালো ব্যাজসহ কলেজের মূল ভবনে অবস্থান করা হবে। শিক্ষকরা পরবর্তীতে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের এ ক্ষতি পুষিয়ে দেবেন। প্রসঙ্গত, গত শনিবার সকালে কলেজে আসেন অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলাম। ওইদিন দুপুরে ৫-৬ দুর্বৃত্ত মুখোশ ও ক্যাপ পরে অধ্যক্ষের কক্ষে ঢুকে তাকে গালাগাল করে। ওই সময় তারা বালতিতে করে আনা ময়লা পানি অধ্যক্ষের ওপর ছুড়ে মারে এবং চেয়ার ও গ্লাস নিক্ষেপ করে।

সর্বশেষ খবর