সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সাত ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চারঘাট উপজেলার সরদহ রেল স্টেশনে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাড়ে সাত ঘণ্টা বন্ধ ছিল। শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। রবিবার বেলা ১১টার দিকে এ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চলীয় রেলের বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ঈশ^রদী থেকে রাজশাহীর দিকে আসা মালবাহী ট্রেনটি সরদহ স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এরপর থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়।

 

সর্বশেষ খবর