সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

একই পরিবারের পাঁচজনের অজ্ঞাত রোগে মৃত্যু

১৬ দিনের ব্যবধানে মারা যান তারা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রথমে মারা যান গৃহকর্তা। এর ১১ দিনের মাথায় মৃত্যু হয় তার স্ত্রী ও মেয়ে জামাইয়ের। সবশেষ গতকাল মারা গেছেন তার দুই ছেলে। মাত্র ১৬ দিনের ব্যবধানে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভা-ারদহ মরিচপাড়া গ্রামে।

জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি ভা-ারদহ মরিচপাড়া গ্রামের আবু তাহের (৫৫) মৃত্যুবরণ করেন। আবু তাহের বয়স্ক হওয়ার কারণে তার মারা যাওয়ার বিষয়টি তেমন গুরুত্বের দেখেনি পরিবার। গত বুধবার আবু তাহেরের মেয়ে জামাই সদর উপজেলার হাবিবুর রহমান বাবলু (৩৫) একইভাবে আক্রান্ত হন। ওই দিন সকালেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। জামাইয়ের মৃত্যুর খবর শোনার কিছুক্ষণ পর আবু তাহেরের স্ত্রী হোসনেয়ারা (৪৫) একই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সবশেষ গতকাল সকালে একই রোগে আক্রান্ত হয় আবু তাহেরের দুই ছেলে ইউসুফ আলী (২৭) ও মেহেদী হাসান (২৪)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইউসুফ মারা যান। রাত সাড়ে ৯টায় হাসপাতালে মৃত্যু হয় মেহেদীর। রংপুর হাসপাতালে রোগীর সঙ্গে থাকা জাহির উদ্দীন ও দুলাল হোসেন জানান, ডাক্তার মেহেদির মুখে মাস্ক পরিয়ে হাসপাতালে ভর্তি নিয়েছে। তবে তিনি কি রোগে আক্রান্ত ছিলেন এখনো চিকিৎসক তা বলতে পারেনি। দুলাল জানান, রাতে রংপুর হাসপাতালের সব চিকিৎসক এবং ঢাকার চিকিৎসকসহ আলোচনায় বসার কথা। তারপর এ রোগের আসল রহস্য সম্পর্কে জানাবেন তারা। মৃত্যু ইউসুফের স্ত্রী কোহিনুর ও তার একমাত্র মেয়েকে নিয়ে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সেখানকার ডা. মোর্শেদ মাসুম বিল্লাহ বলেন, কোহিনুর ও তার কন্যা সন্তানকে নিবীড় পরিচর্যায় রেখেছি।

 

সর্বশেষ খবর