মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঝড়ে সারা দেশে বিপুল ক্ষতি

♦ বজ্রপাতে ৩ প্রাণহানি ♦ ২০ জেলে নিখোঁজ

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে গতকাল সকালে আঘাত হেনেছে ঝড়। এ সময় বৃষ্টি ও বজ্রপাতের ঘটনাও ঘটেছে। ঝড়-বৃষ্টিতে বাড়িঘর, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তিন জেলায় বজ্রাঘাতে মারা গেছেন তিনজন। নোয়াখালীতে নদীতে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়েছেন ২০ জেলে। বরগুনা, বান্দরবান, ভোলায় আহত হয়েছেন অনেকে। প্রতিধিদের পাঠানো খবর-

নোয়াখালী : হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। মেঘনা নদীতে মাছ ধরারত অবস্থায় পাঁচটি নৌকাসহ নিখোঁজ হয়েছে ২০ জেলে। বৃষ্টিতে দ্বীপের বিভিন্ন স্থানে অন্তত ২০ হাজার মণ শুঁটকি নষ্ট হয়ে গেছে। নোয়াখালী-হাতিয়া নৌ-পথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌ-চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। হাতিয়ার ইউএনও নূর এ আলম জানান, ঝড়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ চলছে। বরগুনা : ঝড়ের সময় বজ্রপাতে বেতাগীর মোকামিয়ায় বিশখালী নদীতে আবুল কালাম (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আব্দুর রহমান নামে আরেক জেলে। এছাড়া সদর উপজেলার বড় লবণগোলা গ্রামে গৃহবধূ রেনু ও পাথরঘাটার কালিপুরে কৃষক ইব্রাহিম ঘরচাপা পড়ে আহত হয়েছেন। ঝড়ে জেলায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিচ্ছিন্ন ছিল বিদ্যুৎ সংযোগ। বান্দরবান : জেলায় ঝড়ের সময় বজ্রাঘাতে একই পরিবারের একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বজ্রপাতে নিহত ব্যক্তি হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার আলী আকবরের স্ত্রী মরিয়ম বেগম (৫০)। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ঝড়-বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা ভেঙে পড়ে তার ছিঁড়ে সকাল থেকে জেলা শহর ও রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় বন্ধ ছিল বিদ্যুৎ সরবরাহ। বাগেরহাট : শরণখোলা ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এই দুই উপজেলায় উপড়ে পড়েছে হাজার-হাজার গাছপালা। শরণখোলার রাজৈর এলাকায় ট্রান্সফর্মারের ওপর গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরও ৩০-৪০টি স্পটে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ পাঁচ শতাধিক ঘরবাড়ি ল-ভ- হয়েছে। বিপুল ক্ষতি হয়েছে তরমুজ খেতের। অর্ধশতাধিক ব্যক্তি ঘরচাপায় আহত হয়ে চরফ্যাশন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা পাঠানো হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান জানান, গুচ্ছ গ্রাম ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতি হয়েছে আনুমানিক দুই কোটি টাকার। কক্সবাজার : জেলার মহেশখালীতে গতকাল সকাল সাড়ে ৮ টায় প্রচ- ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় বজ্রপাতে হোয়ানক ইউনিয়নের মইগ্যা ঘোনা এলাকায় মো. রাজিব (১১) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত রাজিব কেরুনতলী গ্রামের মফিজুল আলমের পুত্র। এছাড়া লবণ মাঠ ও পান বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। চট্টগ্রাম : দমকা হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিভিন্ন স্থানে বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। গতকাল ভোর থেকেই আকাশ মেঘে ঢেকে যায়। সন্দ্বীপসহ দ্বীপের প্রায় ৩০০ জন যাত্রী আটকে পড়েছে।

সর্বশেষ খবর