মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বৃদ্ধা মায়ের ভিক্ষায় চলে লক্ষ্মীর জীবন!

ঝিনাইদহ প্রতিনিধি

এক সময় স্বামী, দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে সুখে দিন কাটছিল লক্ষ্মী দাসের। হঠাৎ স্ট্রোকে অচল হয়ে যায় তার শরীরের এক পাশ। নষ্ট হয় দৃষ্টিশক্তিও। এর পরই লক্ষ্মীর জীবনে নেমে আসে দুর্ভোগ। স্বামী দ্বিতীয় বিয়ে করেন। শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হন তিনি। ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা কাঞ্চন দাসের ভিক্ষায় চলে তার জীবিকা। লক্ষ্মী দাস ঝিনাইদহ সদর উপজেলার ষাটবাড়ীয়া গ্রামের ব্যবসায়ী মুকুল দাসের স্ত্রী। বর্তমানে বসবাস করছেন লেবুতলা গ্রামে মায়ের বাড়িতে।

লেবুতলা গ্রামে গিয়ে দেখা যায়, মাটির জরাজীর্ণ ঘরের বারান্দায় শুয়ে আছেন লক্ষ্মী দাস। হাতের অসহ্য ব্যথায় কাতরাচ্ছেন। ওষুধ কেনার টাকা নেই। মা কাঞ্চন দাস বেরিয়েছেন ভিক্ষায়। বাড়ি ফিরলে তবেই খাওয়া হবে। লক্ষ্মী জানান, ছয় বছর আগে স্বামীর বাড়িতে থাকাকালে স্ট্রোক হয় তার। এতে বাঁ হাত-পা অচল হয়ে যায়। সেই সঙ্গে নষ্ট হয় দৃষ্টিশক্তি। বিভিন্ন স্থানে চোখের চিকিৎসা করালেও কাজ হয়নি। অন্ধ হওয়ার বছরের মাথায় স্বামী আবার বিয়ে করেন। অচল হওয়ায় সতীনের সংসারে জায়গা হয়নি। তিনি বলেন, গ্রামের মানুষ আগে সাহায্য করলেও এখন করে না।

 

সর্বশেষ খবর