শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ। প্রতিদ্বন্দ্বী হয়েছেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর সিরাজুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা-মানব সম্পদ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সাজেদুল। তাড়াশে নৌকা পেয়েছেন সঞ্জিত কুমার কর্মকার। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনি ও মীর শহিদুল ইসলাম সহিদ। রায়গঞ্জে দলের মনোনয়ন পেয়েছেন ইমন তালুকদার। প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ নেতা শোভন তালুকদার। উল্লাপাড়ায় চেয়ারম্যানসহ তিনটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। কাজিপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের খলিলুর রহমান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। প্রার্থীরা সবাই আওয়ামী লীগ দলের। সদর উপজেলায় রিয়াজ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যানের পদের সব প্রার্থীই আওয়ামী লীগ দলের। চৌহালীতে নৌকার বিপক্ষে বিএনপির দুই প্রার্থীর লড়াই হবে। শাহজাদপুরে নৌকার সঙ্গে জাতীয় পার্টি ও জাসদের লড়াই হবে। বেলকুচির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল জানান, তৃণমূল নেতাদের মূল্যায়ন করতে তিনি লড়ছেন। দল থেকে নির্দেশনা দেওয়া হলে সরে যাবেন। 

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মীর সিরাজুল ইসলাম জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার সঙ্গে রয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আকন্দ জানান, সাধারণ মানুষ ও তৃণমূল নেতা-কর্মীরা শেখ হাসিনার পক্ষে, নৌকার পক্ষে ঐক্যবদ্ধ রয়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জানান, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এখন পর্যন্ত বিদ্রোহীদের বিষয়ে কেন্দ্র থেকে কোনো নির্দেশনা না দেওয়ায় দলে বিভক্তি দেখা দিয়েছে। অনেক দায়িত্বশীল নেতা বিদ্রোহীদের পক্ষে মাঠে নেমেছেন। এ অবস্থায় নির্বাচন হলে নৌকার ভরাডুবি হবে। অবিলম্বে তিনি বিদ্রোহীদের বিষয়ে কেন্দ্র থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার আহবান জানিয়েছেন।

সর্বশেষ খবর