শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

অব্যাহত ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে থেমে থেমে হচ্ছে ঝড়-বৃষ্টি। সবশেষ বুধবার রাত থেকে গতকাল পর্যন্ত হওয়া দমকা হাওয়া ও বর্ষণে শত শত ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে আমের মুকুল, কলা বাগান, আলু, পেঁপেসহ নানা ফসলের। ঘরের মাটির দেয়াল ও গাছচাপায় একজন নিহত ও আহত হয়েছেন ১৭ জন।

ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জ ও সরাইল উপজেলায় ১০/১৫ আধা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। আশুগঞ্জে বুধবার সন্ধ্যায় ঝড়ের সময় বাড়ির দেয়াল ধসে হাসেনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রংপুর : দিনভর বৃষ্টিতে আলু ক্ষেতে পানি জমে যাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া শরীয়তপুর, বরগুনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোরের শার্শা ও বেনাপোল ও লক্ষ্মীপুরের রায়পুরে টানা বৃষ্টি ও ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর