রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সিলেটে দুই মাসে ৩৮ ছিনতাইকারী আটক

স্বস্তি ফিরেছে নগরজীবনে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে দুই মাসে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৩৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে নগরবাসীর মাঝে। ছিনতাইয়ের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে সিলেটে অজ্ঞাত কারণে বেড়ে যায় ছিনতাই। রাতে রিকশারোহী ও পথচারীরা প্রায়ই ছিনতাইর শিকার হচ্ছিলেন। তবে সবচেয়ে বেশি ছিনতাইর ঘটনা ঘটছিল সকালে। ছিনতাইর শিকার হচ্ছিলেন নারী চাকরিজীবী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নারী অভিভাবকরা। এ অবস্থায় ছিনতাই ঠেকাতে বিশেষ অভিযানে নামে মহানগর পুলিশ। এর অংশ হিসেবে নগরীর ২৭টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে আইনশৃঙ্খলা সমাবেশও করে পুলিশ।

গত দুই মাস ধরে চলমান অভিযানে ছিনতাইকারী চক্রের একাধিক হোতাসহ ৩৮ জনকে আটক করে পুলিশ।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, ছিনতাইরোধে মহানগর পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো অবস্থাতেই কোনো ছিনতাইকারীকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর