রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বাল্যবিয়ের সন্ধান দিলেই মিলবে টাকা

ফরিদপুর প্রতিনিধি

রাজবাড়ী জেলার যে কোনো স্থানে বাল্যবিয়ের ঘটনা ঘটলে এবং তা নিকটতম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কিংবা থানায় জানানো হলে তাকে দেওয়া হবে নগদ পাঁচ হাজার টাকা। এমন ঘোষণা দিয়েছে আমরা রাজবাড়ীর সন্তান (এআরএস) ফাউন্ডেশন। সমাজ থেকে বাল্যবিয়ে রোধ করতেই সংগঠনটির এ উদ্যোগ। ১ মার্চ সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ফ্রান্স প্রবাসী রাজবাড়ীর সন্তান আশরাফুল ইসলাম বলেন, ১৯৮৪ সালের ১ মার্চ গোয়ালন্দ মহকুমা রাজবাড়ী জেলায় রুপান্তরিত হয়। সে হিসাবে রাজবাড়ী জেলার জন্মদিন হচ্ছে ১ মার্চ। নিজ জেলার জন্মদিনে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, জেলায় বাল্যবিয়ে রোধে যে সংবাদ দেবে সেই সংবাদদাতাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে এ পুরস্কার হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর