শিরোনাম
রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বাসন্তি চাকমার বক্তব্য প্রত্যাহার দাবি

রাঙামাটি প্রতিনিধি

জাতীয় সংসদে দেওয়া বাসন্তি চাকমা এমপির বক্তব্যকে উগ্র-সাম্প্রদায়িক ও রাষ্ট্রবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাহার দাবিতে রাঙামাটিতে গতকাল সংবাদ সম্মেলন করা হয়েছে। শহরের সাবারাং হোটেলে সম্মেলনকক্ষে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জাহাঙ্গীর আলম মুন্না। উপস্থিত ছিলেন পল্লব দেওয়ান, রূপ কুমার চাকমা, জাহাঙ্গীর কামাল, জামাল উদ্দিন, মোর্শেদা বেগম ও মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ নেতা ।

নেতারা বলেন- সংসদে প্রথম দিনই উগ্র-সাম্প্রদায়িক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছেন খাগড়াছড়ি থেকে মনোনীত সংসদ সদস্য বাসন্তি চাকমা। তার বক্তব্য এ অঞ্চলের মানুষকে হেয় করেছে। তার উস্কানিমূলক বক্তব্যে তিন পার্বত্য জেলায় সম্প্রদায়িকতা ছড়িয়ে পড়তে পারে। ওই বক্তব্য প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সর্বশেষ খবর