রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

এক পলক

গৃহবধূকে গণধর্ষণ

বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম এলাকার এক গৃহবধূকে চাকরির প্রলোভনে আট দিন ধরে একটি রিসোর্টে আটকে রেখে গণধর্ষণ করেছে চার বখাটে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেছে ওই গৃহবধূর ভগ্নিপতি। এর আগে গৃহবধূর কোনো সন্ধান না পেয়ে তার স্বামী বখাটে মাসুদের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

-নাটোর প্রতিনিধি

ছাদ থেকে পড়ে মৃত্যু

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ঘটকচর এলাকায় শনিবার সকাল ৯টার দিকে লুনা পরিবহনের ছাদ থেকে পড়ে এক ফেরিওয়ালা নিহত হয়। নিহতের বাড়ি রাজৈর উপজেলার নয়াকান্দি বাজিতপুর গ্রামে।

-মাদারীপুর প্রতিনিধি

বিনামূল্যে চিকিৎসা সেবা

ময়মনসিংহ জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির উদ্যোগে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ময়মনসিংহের শহরতলি গলগন্ডা আমিন বাজার এলাকায় গতকাল চিকিৎসাসেবার উদ্বোধন করেন সিটি করপোরেশন প্রশাসক ইকরামুল হক টিটু। -ময়মনসিংহ প্রতিনিধি

মার্চ গৌরবের মাস

মার্চ মাস বাঙালি জাতির গৌরবের মাস। এ মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। কাপাসিয়ায় দলীয় কার্যালয়ে কর্মিসভায় গণতন্ত্রী পার্টির প্র্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার একথা বলেন। মুক্তিযোদ্ধার এমএ গনির সভাপতিত্বে আবদুল আলীম, আ. আউয়াল, উৎপল বণিক, আসাদুজ্জামান বক্তৃতা করেন। -গাজীপুর প্রতিনিধি

নারীর লাশ উদ্ধার

ফতুল্লায় একটি বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়ে (৩০) এক নারী লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে পিটিয়ে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর