সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষ

গাড়ি ভাঙচুর, আহত ১০, আটক ১১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১১জনকে আটক করে। রবিবার বিকালে উপজেলার ধানগড়া সদর বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ-স্থানীয়রা জানান, ধানগড়া সদর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইমন তালুকদারের নির্বাচনী সভা চলছিল। একই সময়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকারের একটি প্রচার মিছিল স্কুলের সামনে যাওয়ার সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুগ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেলের আঘাতে ধামাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ও মিলনসহ অন্তত ১৫ আওয়ামী লীগ কর্মী আহত হয়। বিদ্রোহী প্রার্থী শোভন সরকার জানান, মিছিল নিয়ে যাওয়ার সময় সমাবেশ থেকে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন মিছিলে হামলা চালিয়ে আমার কর্মীদের মারপিট ও ৪/৫টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। পুলিশ আওয়ামী লীগের পক্ষ নিয়ে আমার বড় ভাইসহ কয়েক কর্মীকে আটক করেছে। 

আওয়ামী লীগ প্রার্থী ইমন তালুকদার জানান, শোভনের নেতৃত্বে মিছিল নিয়ে এসে কর্মিসভায় হামলা চালানো হয়। সমাবেশে আসা জেলা আওয়ামী লীগের নেতাদের কয়েকটি মাইক্রোবাস ভাঙচুর ও নেতাকর্মীদের মারপিট করা হয়। রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার জানান, টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা পরিষদ সদস্য ও উপজেলা সাধারণ সম্পাদক গোলাম হাসান সুমন সরকারসহ ১১জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর