শিরোনাম
সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বৃষ্টির পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

অসময়ের টানা তিন দিনের বৃষ্টির পানিতে রাজবাড়ীর বালিয়াকান্দির সাত ইউনিয়নের কয়েক হাজার কৃষকের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দেশের পেঁয়াজ উৎপাদনের তৃতীয় জেলা হিসাবে খ্যাত রাজবাড়ীর বালিয়াকান্দিতে উৎপাদিত পেঁয়াজ, রসুন, গম আর মশুরীর ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক দিন আগেও মাঠের দিকে তাকালে শুধু সবুজের সমারোহ ছিল। কিন্তু সেই সবুজ মাঠের মধ্যে এখন শুধুই পানি আর পানি। যে ফসলকে ঘিরে কৃষকের চোখে ছিল স্বপ্ন আজ সেই স্বপ্ন ভেঙে এখন তারা দিশাহারা। কৃষকদের অভিযোগ মাঠের মাঝখান দিয়ে প্রবাহিত খালে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে পানি আটকে থাকায় খালের পানিই ফিরে আসছে তাদের আবাদি জমিতে। ক্ষেত থেকে পানি সরানোর জন্য কৃষক একসঙ্গে ১৫টি ইঞ্জিনচালিত শ্যালো মেশিন দিয়ে দিন-রাত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ বা আবার পানি নিষ্কাশনের জন্য ক্ষেত থেকে লাইন কেটে পাশের খালের সঙ্গে মিশিয়ে দিচ্ছে।  পাইককান্দি গ্রামের পেঁয়াজ চাষী আব্দুল মালেক জানান, এ পর্যন্ত তাদের প্রায় ৬০ শতাংশ ফসলের ক্ষতি হয়েছে। ফুলবাড়িয়া গ্রামের কৃষক গেন্দু শেখ জানান, তিনদিন ধরে পানি সরানোর জন্য ১৫টি মেশিন ব্যবহার করছি। তারপরও পানি কমছে না। সদর ইউপি চেয়ারম্যান নায়েব আলী শেখ জানান, কৃষকের যে ক্ষতি হয়েছে তা খুবই হতাশাজনক। রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান জানান, বিষয়টি দেখার জন্য প্রত্যেক উপজেলা কৃষি অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর